রাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়াসহ সাত নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত ‘চাঁদাবাজি ও চুরি’র মামলা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেন তারা।
গত ১৫ মে রাজশাহী শহরের হেতেমখাঁ এলাকার আব্দুল্লাহ ইবনে মনোয়ার নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজশাহী সিএমএম আদালতে ছাত্রলীগ চাঁদাবাজি ও চুরির অভিযোগে মামলাটি দায়ের করেন। আগামী ১৬ জুলাই আসামীদের আদালতে হাজিরার জন্য ডাকা হয়েছে।
মানববন্ধনে বক্তারা ছাত্রলীগের নেতারা বলেন, কোনও একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে এই মিথ্যা ও বানোয়াট মামলা করেছে। মামলা প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তারা বলেন, ক্যাম্পাসের প্রতিটি কোণায় আগুন জ্বলবে যদি মামলা প্রত্যাহার করা না হয়। এই শান্ত পরিবেশ অশান্ত করে তুলবে ছাত্রলীগ।
রাবি শাখার ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কাজী লিংকন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুসহ সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী।
মামলার অন্য আসামীরা হলেন, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, আইন বিভাগের সাধারণ সম্পাদক ইমরান আলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান কানন, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান আশিক ও কর্মী মেহেদী হাসান বিজয়। এছাড়াও ক্যাম্পাসের বহিরাগত কিন্তু ছাত্রলীগ সভাপতির কক্ষে থাকেন মো. আকাশ নামের একজনকেও এই মামলায় আসামী করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মামলার আসামীরাসহ আরও ১৫/২০ জন গত ৭ মে রাতে বিশ্ববিদ্যালয়ের গোদাগাড়ী বাগানে অবৈধ অস্ত্র-শস্ত্র নিয়ে হত্যার হুমকি দিয়ে বাদীর কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় তারা বাদীকে দুই দিনের টাকা পৌঁছে না দিলে বাগান থেকে আম ও লিচু না পাড়তে দেওয়ার হুমকি দেয়। পরে ৯ মে বিকেলে আসামীরাসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন মিলে বাগানের প্রায় ১৫ হাজার টাকার লিচু পেড়ে নেয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বাগানের পাহারাদার লিচু পাড়তে নিষেধ করলে ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া বাদীকে কিল ঘুষি মারে এবং মৃত্যুর ভয় দেখিয়ে বাগান হতে দূরে সরে যেতে বলে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৭ মে বিশ্ববিদ্যালয়ের একটি বাগানে লিচু পাড়তে গেলে প্রহরীদের মারধরের শিকার হয় এই মামলার আসামী মাহমুদুর রহমান কানন ও মেহেদী হাসান আশিক।
Comments