ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনালে আম্পায়ার থাকবেন যারা
বিশ্বকাপের দ্বাদশ আসরের শিরোপা কার হাতে উঠবে তা জানার জন্য একটি মাত্র ম্যাচের অপেক্ষা। আগামী রবিবার (১৪ জুলাই) ক্রিকেটের তীর্থভূমি খ্যাত লর্ডসে অনুষ্ঠিত হবে ফাইনাল। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের আম্পায়ার ও অফিসিয়ালদের নাম চূড়ান্ত করা হয়েছে।
আইসিসি মেন'স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯ এর ফাইনালে অন-ফিল্ড বা মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারিয়াস এরাসমাস। তৃতীয় বা টিভি আম্পায়ার হিসেবে থাকছেন অস্ট্রেলিয়ার রড টাকার।
রিজার্ভ আম্পায়ার বা ফোর্থ অফিসিয়াল হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের আলিম দারকে। আর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।
টাকার বাদে বাকিরা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটি পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি তৃতীয় আম্পায়ার হিসেবে ছিলেন বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে।
উল্লেখ্য, ২০১৫ বিশ্বকাপে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো ও ধর্মসেনা। তৃতীয় আম্পায়ার ছিলেন এরাসমাস। রিজার্ভ আম্পায়ার হিসেবে নাম ছিল ইংল্যান্ডের ইয়ান গুল্ডের। ম্যাচ রেফারি ছিলেন মাদুগালেই।
Comments