নারায়ণগঞ্জে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে মো. শাহজালাল (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ (১২ জুলাই) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ফতুল্লা শাহজালাল রি-রোলিং স্টিল মিলের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজালাল ময়মনসিংহের ফুলপুর এলাকার সাজিম উদ্দিনের ছেলে। তিনি ফতুল্লার দক্ষিণ শেহাচর এলাকার মনির মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় এক রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রেলওয়ে পুলিশের (জিআরপি) নারায়ণগঞ্জ স্টেশন ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ পার হওয়ার সময় নারায়ণগঞ্জ থেকে কমলাপুরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই শাহজালালের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জানালে বিকেলে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আলী আকবর আরও জানান, সন্ধ্যায় মর্গে এসে নিহতের পরিবারের সদস্যরা লাশের পরিচয় শনাক্ত করে। এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হবে।
Comments