বিশ্বকাপ দেখেছেন রেকর্ড পরিমাণ দর্শক

এবার বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই গ্যালারি ছিল ভরপুর। উপমহাদেশীয় দলগুলোর খেলায় টিকেট নিয়েও দেখা গেছে হাহাকার। মাঠের মতো মাঠের বাইরেও যে বিশ্বকাপ দর্শকপ্রিয়তা পেয়েছে, রেকর্ড সাক্ষ্য দিচ্ছে তেমনটাই। আইসিসি জানাচ্ছে, টেলিভিশন বাদ দিয়েও অনলাইনের বিভিন্ন প্লাটফর্ম মিলিয়ে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মানুষ দেখেছেন ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর।
bangladesh cricket supporters
ছবি: রয়টার্স

এবার বিশ্বকাপে প্রায় প্রতি ম্যাচেই গ্যালারি ছিল ভরপুর। উপমহাদেশীয় দলগুলোর খেলায় টিকেট নিয়েও দেখা গেছে হাহাকার। মাঠের মতো মাঠের বাইরেও যে বিশ্বকাপ দর্শকপ্রিয়তা পেয়েছে, রেকর্ড সাক্ষ্য দিচ্ছে তেমনটাই। আইসিসি জানাচ্ছে, টেলিভিশন বাদ দিয়েও অনলাইনের বিভিন্ন প্লাটফর্ম মিলিয়ে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি মানুষ দেখেছেন ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর।

- ভারত-নিউজিল্যান্ড ম্যাচটিতে হটস্টারের (ভারতীয় অনলাইন প্লাটফর্ম) প্রতি মুহূর্তের ভিউ ছিল রেকর্ড ২৫.৩ মিলিয়ন বা ২ কোটি ৫৩ লক্ষ।

- আইসিসির ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে ২.৬ বিলিয়ন বা ২৬০ কোটি ভিডিও ক্লিপ।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ফাইনালের আগে টিভি ও ডিজিটাল মাধ্যমের ভিউয়ারশিপ প্রকাশ করেছে। তাতে উঠে এসেছে এসব তথ্য। আইসিসি জানাচ্ছে, ডিজিটাল মাধ্যমে এবারের বিশ্বকাপ সবচেয়ে দর্শকপ্রিয় স্পোর্টিং ইভেন্টগুলোর মধ্যে জায়গা করে নিয়েছে।

এই টুর্নামেন্ট চলাকালীন আইসিসির সোশ্যাল মিডিয়া চ্যানেলে ১২ মিলিয়ন বা ১ কোটি ২০ লক্ষ নতুন অনুসারী যুক্ত হয়েছেন। একই সঙ্গে আইসিসির বিশ্বকাপ ওয়েবসাইটে এই সময়ে ৬৫ মিলিয়ন বা ৬ কোটি ৫০ লক্ষ ইউনিক ভিজিটর ক্লিক করেছেন। পেজ ভিউ হয়েছে ২৫০ মিলিয়ন বা ২৫ কোটি।

সেমিফাইনালের এক ম্যাচে অবিশ্বাস্য রেকর্ড:

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সেমিফাইনালে হটস্টারে প্রতি মুহূর্তে খেলা দেখেছেন ২৫.৩ মিলিয়ন মানুষ। পুরো ম্যাচ হিসেব করলে সেই সংখ্যাটা আরও বড়। এর আগে এক ম্যাচে প্রতি মুহূর্তের সর্বোচ্চ ভিউ ছিল ১৮.৬ মিলিয়ন।

যুক্তরাজ্যে বিশ্বকাপ সম্প্রচার সত্ত্ব পাওয়া স্কাই স্পোর্টস জানিয়েছে ২০ মিলিয়ন বা ২ কোটি মানুষ তাদের প্লাটফর্মে দেখেছেন বিশ্বকাপ। এছাড়া চ্যানেল ফোরের মাধ্যমে হাইলাইটস দেখেছেন বিপুল সংখ্যক মানুষ। ইংল্যান্ড- অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ তৃতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষ দেখেছেন। এছাড়া ভারত-ইংল্যান্ড ও ভারত-পাকিস্তান ম্যাচে ৪ লক্ষ ৬৫ হাজার নতুন দর্শক পাওয়া গেছে।

লিগ পর্যায়ের তথ্য:

আইসিসি তাদের ব্রডকাস্ট পার্টনারের মাধ্যমে ২২০টি দেশে ৪৬টি টিভি চ্যানেলে সম্প্রচার করছে বিশ্বকাপ। এসব মাধ্যমে অন্তত ৬৭৫ মিলিয়ন বা ৬৭ কোটি ৫০ লক্ষ ইউনিক ভিউয়ার দেখেছেন বিশ্বকাপ।

একটানা দেখে যাওয়ার হিসেবে, যুক্তরাজ্যে যে কোনো ফরম্যাটের ইতিহাসেই ভারত-ইংল্যান্ড ম্যাচটি সবচেয়ে বেশি মানুষ দেখেছেন। কেবল স্কাই স্পোর্টসে ইউনিক দর্শক ছিলেন ৩.৪৫ মিলিয়ন বা ৩৪ লক্ষ ৫০ হাজার। এর মধ্যে ভারতের রান তাড়ার সময়ই দেখেছেন ১.৮ মিলিয়ন বা ১৮ লক্ষ মানুষ।

ভারত-পাকিস্তান ম্যাচটি ভারতে স্টার স্পোর্টস ও ডিডি স্পোর্টস মিলিয়ে ১৮ মিলিয়ন বা ১ কোটি ৮০ লক্ষ মানুষ প্রতি মুহূর্তে নজর রেখেছেন।

আইসিসির প্রধান নির্বাহী মানু শাহনি বলেন, ‘আমরা ভীষণ উৎফুল্ল এসব পরিসংখ্যান দেখে। এটা দারুণ ব্যাপার যে, মানুষজন এখন ডিজিটাল প্লাটফর্মে নিজেদের মানিয়ে নিয়েছেন এবং ক্রিকেট দেখছেন।’

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

23m ago