নির্যাতনের মুখে পালাতে গিয়ে ধানমন্ডিতে ভবন থেকে পড়ল শিশু গৃহকর্মী
রাজধানীর ধানমন্ডিতে একটি ১৩ তলা ভবনের সপ্তম তলা থেকে এক শিশু গৃহকর্মী পড়ে গিয়ে আহত হয়েছে। অভিযোগ উঠেছে, নির্যাতনের হাত থেকে পালানোর সময় শিশুটি ভবন থেকে পড়ে যায়। এই ঘটনায় পরিবারের চার সদস্যকে আটক করেছে পুলিশ।
মোহাম্মদপুর ফায়ার সার্ফিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে জনৈক গোলাম কিবরিয়ার বাসা থেকে গৃহকর্মী শরিফ (১১) ও স্বপন (১১) টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় শরিফ সপ্তম তলা থকে মাটিতে পড়ে যায়। আর স্বপন ষষ্ঠ তলার সানশেডে আটকে যায়।
মাটিতে পড়ে শরিফ গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের একটি দল ধানমন্ডির ১৪/এ রোডের বাড়িটির সানশেড থেকে স্বপনকে উদ্ধার করে।
পুলিশ জানায়, শিশু দুটিকে বাড়িতে আটকে রেখে পরিবারের সদস্যরা নির্যাতন চালাত এমন অভিযোগ তারা ভিকটিমের কাছ থেকে পেয়েছেন।
এই ঘটনায় বাসা মালিক গোলাম কিবরিয়া ও তার স্ত্রীসহ পরিবারের চার সদস্যকে আটক করার কথা জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার আব্দুল্লাহিল কাফি।
Comments