আজ দুপুরে প্রথম জানাজা, দাফন মঙ্গলবার

hm ershad
হুসেইন মুহম্মদ এরশাদ। স্টার ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হবে আজ (১৪ জুলাই) বাদ জোহর ঢাকা ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে।

দলীয় সূত্রে বলা হয়, আগামীকাল (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর, বেলা সাড়ে ১১টায় তার মরদেহ জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে নেওয়া হবে।

সেদিন বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সাবেক রাষ্ট্রপতির তৃতীয় জানাজা শেষে তাকে সিএমএইচ-এর হিমঘরে রাখা হবে।

এরপর, ১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার করে এরশাদের মরদেহ রংপুরে নেওয়া হবে। সেখানে বাদ জোহর চতুর্থ জানাজা নামাজ শেষে তাকে বিকালে সেনাবাহিনী কবরস্থানে দাফন করা হবে।

আরো পড়ুন:

এরশাদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এরশাদ আর নেই

Comments

The Daily Star  | English
US attack on Iran nuclear sites

Iran denounces US attack as ‘outrageous’

Iran says 'no signs of contamination' after US attacks on key nuclear sites

9h ago