আসামির হাতে আসামি খুন
কুমিল্লার একটি আদালতে বিচারকের সামনে হত্যা মামলার এক আসামির ছুরিকাঘাতে অপর আসামির মৃত্যু হয়েছে।
আমাদের কুমিল্লা সংবাদদাতা জানান, নিহতের নাম ফারুক।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, আজ (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত কক্ষে বিচারকের সামনে আসামি হাসান একই মামলার অপর আসামি ফারুককে ছুরিকাঘাত করেন।
ফারুক ও হাসান সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং তারা দুজনেই একটি হত্যা মামলার আসামি ছিলেন। আজ মামলার শুনানিতে হাজিরা দিতে তারা আদালতে এসেছিলেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের কৌসুলি লিয়াকত আলী বলেন, “আদালত কক্ষে বিচারক ফাতেমা ফেরদৌসের সামনেই ফারুককে ধাওয়া করেন হাসান। এ সময় ফারুক একটি টেবিলের নীচে লুকানোর চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করেন হাসান।”
“পুলিশ তাৎক্ষণিক হাসানকে ধরে ফেলে। সম্ভবত তিনি সঙ্গে ছুরি নিয়ে আদালতে ঢুকেছিলেন”, যোগ করেন উপপরিদর্শক সালাউদ্দিন।
তিনি আরও জানান, এ ঘটনার আগে আসামিদের কেউ পুলিশের হেফাজতে ছিলেন না। তারা নিজেদের মতো করে শুনানিতে হাজিরা দিতে আদালতে এসেছিলেন। নিহতের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
Comments