বরযাত্রীদের মাইক্রোবাসে ট্রেনের ধাক্কা, বর-কনেসহ নিহত ১০
সিরাজগঞ্জে একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে বরযাত্রীদের বহনকারী মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আজ সন্ধ্যায় উল্লাপাড়ায় ঢাকা অভিমুখী পদ্মা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় পড়া পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকা আসছিল। হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন বলেন, সন্ধ্যা ৭টার দিকে উল্লাপাড়ার সলপ স্টেশনের কাছে বরযাত্রীবাহী মাইক্রোবাসটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই বর-কনেসহ অন্যান্যরা নিহত হন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন রেললাইন অবরোধ করেন। এতে রাজধানীর সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
বিভাগীয় রেলওয়ে ম্যানেজার মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেছেন, যে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে সেটি অরক্ষিত ছিল।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশি) আব্দুল্লাহ আল মামুন। আগামী সাত দিনের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
Comments