গরুকে এন্টিবায়োটিক প্রয়োগে ব্যবস্থাপত্র বাধ্যতামূলক: হাইকোর্ট

supreme court
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

পশু চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্র ছাড়া গরুকে এন্টিবায়োটিক প্রয়োগ না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ (১৬ জুলাই) একটি স্বপ্রণোদিত (সুয়ো মোটো) রুলের শুনানিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) আইনজীবী সরকার এম আর হাসানের যুক্তি-তর্ক উপস্থাপনের প্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

এই আইনজীবী আদালতকে জানান যে, গরুকে খাবারের সঙ্গে বা অন্য যেকোনোভাবে এন্টিবায়োটিক প্রয়োগের ফলে এর দুধেও এন্টিবায়োটিকের উপস্থিতি থেকে যায়।

দুধ, দই ও গবাদি পশুর খাদ্যে ভেজালের বিরুদ্ধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) কী ব্যবস্থা নিয়েছে সে ব্যাপারে আগামী ২৮ জুলাইয়ের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

দুধ ও দই উৎপাদনকারী নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে তাদের দুধ ও দই পরীক্ষার জন্য করপোরেট সামাজিক দায় তহবিলে অনুদান দিতে কেনো নির্দেশনা দেওয়া হবে না তার কারণ ব্যাখ্যা করতে একটি রুলও জারি করেছেন আদালত।

এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৮ জুলাই দিন ধার্য করেছেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago