পদ্মায় পানি বৃদ্ধি

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

Paturia Ghat
১৭ জুলাই ২০১৯, পাটুরিয়া ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। ছবি: স্টার

গত কয়েক দিন ধরে নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় প্রতিনিয়ত ঘাটের পল্টুন পানি লেভেল থেকে ওপরে উঠানো হচ্ছে। 

এছাড়া ফেরি সঙ্কট এবং ফেরিগুলো বেশ পুরোনো হওয়ায় স্রোতের বিপরীতে চলাচল করতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। পাটুরিয়া ঘাটে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। এতে চরম দুর্ভোগে পরেছে যাত্রী ও চালকরা। অন্যদিকে, যাত্রীবাহী দূরপাল্লার বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে আগে পার করা হলেও তাদের দীর্ঘ সময় ঘাটে বসে থেকে পার হতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের মেরিন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্দুস সোবাহান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীতে দ্রুত পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়াও, স্রোত ফেরিকে মুল চ্যানেল থেকে দুই-তিন কিলোমিটার ভাটিতে নিয়ে যাচ্ছে। এতে করে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় লাগছে।

এ কারণে ফেরির ট্রিপ সংখ্যাও কমে গেছে। কয়েকটি ফেরি বেশ পুরোনো হওয়ার কারণে ভরা নদীতে স্রোত ঠেলে চলতে গিয়ে মাঝে মাঝে বিকল হয়ে পরছে। ফলে ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে।

এ নৌরুটে ছোট বড় ১৫টি ফেরি মধ্যে ১২টি চলাচল করছে। বাকি তিনটি ফেরি ঘাটের ভাসমান কারখানায় সাময়িক মেরামতে রয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago