‘তাইজুলের জন্য এটা বড় সুযোগ’

taijul islam
ছবি: এএফপি

টেস্ট দলের নিয়মিত সদস্য। কিন্তু ওয়ানডে দলে জায়গা মেলে না। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের গল্পটা এমনই। তবে প্রায় তিন বছর বাদে ফের বাংলাদেশের রঙিন জার্সি গায়ে তোলার অপেক্ষায় আছেন তিনি। ছুটিতে থাকা সাকিব আল হাসানের বিকল্প বাঁহাতি স্পিনার হিসেবে ঢুকেছেন শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে। নিজেকে প্রমাণ করতে এ সিরিজটাই তাইজুলের জন্য বড় সুযোগ বলে মনে করছেন বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ সুজন।

লঙ্কানদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে চলছে টাইগারদের তিনদিনের অনুশীলন ক্যাম্প। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে সাংবাদিকদের কাছে সুজন জানান, ‘তাইজুলের কথা যদি বলি, সে ওয়ানডে খেলার সুযোগ পায় না। ভারতে দারুণ ফর্মে আছে। বাংলাদেশের (বিসিবি একাদশ) হয়ে খেলছে। ভারতে দুই ম্যাচে ১৪ উইকেটের মতো নিয়েছে। সত্যি কথা বলতে গেলে, এটা তার জন্য বড় সুযোগ। অনেকের জন্যই এটা সুযোগ হতে পারে। সাকিব বিভিন্ন কারণে না-ও থাকতে পারে। তার জায়গায় যে-ই আসুক না কেন, এটা তার জন্য বড় সুযোগ।’

২০১৪ সালে অভিষেক ওয়ানডে ম্যাচেই হ্যাটট্রিক করেছিলেন তাইজুল। এরপর অবশ্য টেস্ট খেলোয়াড়ের তকমা জড়িয়ে যাওয়ায় ওয়ানডে দলে উপেক্ষিত হয়ে পড়েন তিনি। ক্যারিয়ারে মাত্র ৪টি ওয়ানডে খেলেছেন তিনি। শেষবার মাঠে নেমেছিলেন ২০১৬ সালে। এবার সাকিব ছুটি নেওয়ায় লম্বা সময় বাদে আবার ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন তিনি।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের পাশাপাশি লিটন দাসও ছুটিতে আছেন। যাচ্ছেন না লঙ্কাদ্বীপে। তার পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন এনামুল হক বিজয়। এই ওপেনার গেল বছর জুলাইতে জাতীয় দলের জার্সিতে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে করেছিলেন মাত্র ৩৩ রান।

এনামুল-তাইজুলের দলে ফেরা বেশ চমক হয়ে এসেছে। কারণ বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে বিশ্বকাপ দলের সঙ্গে বাড়তি খেলোয়াড় হিসেবে ছিলেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও নাঈম হাসান। পরে যোগ দিয়েছিলেন ফরহাদ রেজা ও তাসকিন আহমেদ। কিন্তু সাকিব ও লিটনের অনুপস্থিতিতে এ চার খেলোয়াড়ের কেউই সুযোগ পাননি। বাদ পড়েছেন আবু জায়েদ রাহীও।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত এই দল নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়ে সুজন বলেন, ‘এটা আমাদের বেস্ট পসিবল দল। যেহেতু নির্বাচকরা দিয়েছেন, অবশ্যই এটা বেস্ট দল এবং সকলেই এখানে সামর্থ্যবান, সবাই অভিজ্ঞ। আমি মনে করি, অবশ্যই এই দল নিয়ে ভালো করা সম্ভব।’

Comments

The Daily Star  | English

Complete polls preparations by December: Yunus

Asks to review if those who served as polling officers in past three elections shall not be assigned the same roles again

3h ago