জিএম কাদেরকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রাঙ্গা
জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নাম ঘোষণা করেছেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। দলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে রাঙ্গা বলেন, এরশাদ অসুস্থ হয়ে পড়ার আগেই তার দেওয়া সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয়েছে।
তিনি বলেন, দলের চেয়ারম্যানে অনুপস্থিতিতে জিএম কাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তাকে দলের চেয়্যারম্যান হিসেবে সম্বোধনের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ আমৃত্যু দলটির চেয়ারম্যান ছিলেন। গত রোববার এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান। গত ৪ মে ছোট ভাই জি এম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছিলেন এরশাদ।
আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জি এম কাদেরকে দলের নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টিতে কোনো দ্বন্দ্ব, মতভেদ ও বিভেদ নেই। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ।’
Comments