রিফাত হত্যা: আদালতে জবানবন্দি দিলেন মিন্নি

minni
নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। ছবিটি ভিডিও থেকে নেওয়া

বরগুনায় রিফাত শরীফ হত্যাকাণ্ডের বিষয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি।

এই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ূন কবির আমাদের পটুয়াখালী সংবাদদাতাকে জানান, আজ (১৯ জুলাই) বরগুনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সিরাজুল ইসলাম গাজী ১৬৪ ধারায় মিন্নির জবানবন্দি রেকর্ড করেছেন।

তিনি আরও জানান, তিন ঘণ্টার জবানবন্দি রেকর্ড শেষে মিন্নিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

“আদালতে জবানবন্দি দিতে রাজি হওয়ায়, রিমান্ড শেষ হওয়ার আগেই মিন্নিকে আদালতে হাজির করা হয়”, যোগ করেন এই তদন্তকারী কর্মকর্তা।

তবে, জবানবন্দি দানকালে আদালতে মিন্নি কী কী বলেছেন তা প্রকাশ করেননি তিনি।

আরও পড়ুন:

রিফাত হত্যার সঙ্গে মিন্নি জড়িত: এসপি

রিফাত হত্যায় মিন্নির জড়িত থাকা নিয়ে যা বললেন এসপি

৫ দিনের রিমান্ডে মিন্নি

রিফাত হত্যায় স্ত্রী মিন্নি গ্রেপ্তার

Comments