নারায়ণগঞ্জে ছেলে ধরা সন্দেহে এবার নারীকে গণপিটুনি

Narayangonj Map
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলেধরা সন্দেহে অজ্ঞাত পরিচয় যুবককে গণপিটুনিতে হত্যার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এবার শারমিন (২০) নামে এক নারীকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে পুলিশ ওই নারীকে আটক দেখিয়ে চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে।

আজ (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী শাপলা চত্বর এলাকায় ওই ঘটনা ঘটে। আটক শারিমন ঢাকার কেরানীগঞ্জ এলাকার সালমান মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাপলা চত্বর এলাকায় ওই নারী ৫ বছরের এক শিশুকে খেলনা ও খাবার দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এতে এলাকাবাসী ছেলেধরা সন্দেহে ওই নারীকে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে আটক দেখিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে।  

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, ছেলেধরা সন্দেহে এলাকাবাসী এক নারীকে গণপিটুনি দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে আটক করা হয়। ওই নারী মাথা থেকে রক্ত ঝরছিলো। তাই চিকিৎসার জন্য শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ওই নারী সত্যিই ছেলেধরা, নাকি অন্য কিছু সে বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, সকাল সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাগলাবাড়ির সামনে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবক নিহত হয়। এ সময় সাদিয়া (৬) নামে এক স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago