উইন্ডিজ সফরে যাচ্ছেন না ধোনি, অবসরও নিচ্ছেন না

MS Dhoni
ছবি: এএফপি

মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা-কল্পনা চলছে অনেক দিন ধরে। বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে তার ক্যারিয়ারের শেষ বলে ধরে নিয়েছিলেন অনেকে। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, এখনই অবসর নিচ্ছেন না এই তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বিশ্বকাপ অভিযান শেষে আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারত। এখনই ব্যাট-প্যাড গুটিয়ে রাখার সিদ্ধান্ত না নিলেও সেখানে দলের সঙ্গে যাচ্ছেন না ধোনি। নিজেকে সরিয়ে নিয়েছেন সিরিজ থেকে। কারণ আগামী দুই মাস তিনি থাকতে চান ক্রিকেটের বাইরে। যোগ দিচ্ছেন সেনাবাহিনীতে। এসময় তিনি প্যারা-মিলিটারি ফোর্সের সঙ্গে কাজ করবেন। শনিবার (২০ জুলাই) ধোনি নিজেই তার সিদ্ধান্তের কথা বিসিসিআইকে জানিয়ে দিয়েছেন।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের ওই কর্মকর্তা বলেছেন, ‘আমরা তিনটি বিষয় স্পষ্ট করে বলতে চাই। এমএস ধোনি এখনই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না। প্যারামিলিটারি রেজিমেন্টে যোগ দিতে তিনি দুই মাসের জন্য বিশ্রামে যাচ্ছেন। এ বিষয়ে তিনি বিশ্বকাপ শুরুর আগে থেকেই প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। ধোনির সিদ্ধান্তটি আমরা অধিনায়ক বিরাট কোহলি ও নির্বাচকদের চেয়ারম্যান এমএসকে প্রসাদকে জানিয়ে দিয়েছি।’

ধোনি অবসর নেবেন কি-না তা তার ব্যক্তিগত বিষয় হলেও ভারতীয় দলে তার জায়গা যে একেবারে পাকা নয় সে ইঙ্গিতও দিয়েছেন ওই কর্মকর্তা। তিনি যোগ করেছেন, ‘নির্বাচক কমিটি একটি বিষয়ে পুরোপুরি পরিষ্কার। যে মাপের খেলোয়াড়েরই হোক না কেন, তারা কাউকে বলে দিতে পারে না কখন তাকে অবসর নিতে হবে। তবে যখন দল নির্বাচনের ব্যাপার থাকে, তখন পুরোটাই কমিটির এখতিয়ার।’

উল্লেখ্য, ধোনি ভারতের টেরিটোরিয়াল আর্মির প্যারাসুট রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল। ২০১১ সালে সম্মানসূচক এই পদবি পেয়েছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

Govt at it again, plans to promote retirees

The government is set to implement another round of retrospective promotions, this time to several hundred retired officials from non-administration cadres who will receive additional financial benefits at the taxpayers’ expense without serving even for a day.

6h ago