হার দিয়ে প্রাক-মৌসুম শুরু করল হ্যাজার্ডের রিয়াল
নতুন মৌসুম শুরু হতে এখনও মাস খানেক বাকি। তার আগে নিজেদের ঝালিয়ে নিতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে মাঠে নেমেছে ইউরোপিয়ান জায়ান্ট দলগুলো। তবে সেখানে শুরুটা ভালো হয়নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। এডেন হ্যাজার্ডের উদ্বোধনী ম্যাচে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে বড় ব্যবধানেই হেরে গেছে তারা। ৩-১ গোলের ব্যবধানে হারে লস ব্লাঙ্কোসরা।
বেশ বড় পরিমাণ টাকা খরচ করে এ মৌসুমে দল গুছিয়েছে রিয়াল। হ্যাজার্ড ছাড়াও লুকা জোভিচ, ফেরল্যান্ড মেন্ডি, রদ্রিগো গোয়েসের মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করেছে জিনেদিন জিদানের দল। কিন্তু কোরেতিন তলিসো, রবার্ট লেভানডস্কি, সের্জি গ্নাব্রিরা সহজেই জয় আদায় করে নেয় তাদের কাছ থেকে। পূর্ণ শক্তির দল নিয়েও পেরে ওঠেনি দলটি। যদিও দ্বিতীয়ার্ধে একাদশের ১১ খেলোয়াড়কেই পরিবর্তন করেছেন তিনি। তবে তাতেও জায়গা মিলেনি গ্যারেথ বেলের। তাতে রিয়ালে যে তার ভবিষ্যৎ অনিশ্চিত তা আরও একবার প্রমাণিত হলো।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে বায়ার্ন। এগিয়ে জেতেও খুব বেশি সময় নেয়নি। ১৫তম মিনিটেই তলিসোর গোলে এগিয়ে যায় দলটি। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের প্রথম দিনে বিরতি পর্যন্ত সে গোলেই এগিয়ে থাকে জার্মান চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আরও গোছানো ফুটবল খেলতে থাকে দলটি। ৬৭ মিনিটে গোল আদায় করে নেন লেভানডস্কি। দুই মিনিট না পেরোতেই তৃতীয় গোলটি করেন গ্নাব্রি।
তবে রিয়ালের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন তরুণ তারকা রদ্রিগো। ৮৪তম মিনিটে ফ্রিকিক থেকে দারুণ এক বাঁকানো শটে বায়ার্ন গোলরক্ষককে বোকা বানান এ ব্রাজিলিয়ান। তবে এর মিনিট তিনেক আগে বায়ার্নের বদলি গোলরক্ষক সভেন আলরেইচ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
Comments