৭ ঘণ্টা পর শাহজালাল বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
বিপর্যয়ের সাত ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহ। সেই সঙ্গে বিমানবন্দরের পানি সরবরাহ ব্যবস্থাও আগের অবস্থায় ফিরে এসেছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল-ফারুক দ্য ডেইলি স্টারকে জানান, বিকাল সোয়া তিনটার দিকে বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।
এর আগে, বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান জানিয়েছিলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল ও আন্তর্জাতিক টার্মিনাল ১ ও ২-এর ভেতরে বৈদ্যুতিক বাতি ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা কাজ করছে না।
“জেনারেটর দিয়ে বিমানবন্দরের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে, এ ঘটনায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বাধাগ্রস্ত হয়নি,” যোগ করেন তিনি।
আরও পড়ুন:
Comments