মিন্নির জামিন আবেদন নামঞ্জুর
রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নাকচ করে দিয়েছেন বরগুনার একটি আদালত।
মিন্নির পক্ষে বরগুনা জেলা আইন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল বারি আসলামের করা আবেদন শুনানির পর আজ (২১ জুলাই) তা খারিজ করে দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সিরাজুল ইসলাম।
আইনজীবী আসলাম আমাদের পটুয়াখালী সংবাদদাতাকে জানান, জামিন আবেদন শুনানির সময় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) দুজন আইনজীবী আব্দুর রশিদ এবং মিজানুর রহমান হত্যা মামলাটির রিমান্ডে থাকা মিন্নির পক্ষে অবস্থান নিয়েছিলেন।
গতকাল মানবাধিকার সংস্থাটির চার সদস্যের একটি দল বরগুনা শহরে আসে মিন্নিকে আইনি সহায়তা দেওয়ার জন্যে।
গত ১৬ জুলাই সারাদিন জেরা করার পর মিন্নিকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, মামলার প্রধান আসামি নয়ন বন্ড গ্রেপ্তারের পর গত ২ জুলাই এক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
Comments