বাসকে ওভারটেক করতে গিয়ে তুরাগে নিখোঁজ ট্যাক্সিক্যাব

Taxicab
২১ জুলাই ২০১৯, সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় তুরাগ নদে ছিটকে পড়ে নিখোঁজ হওয়া ট্যাক্সিক্যাবের সন্ধ্যানে অভিযান চলছে। ছবি: স্টার

রাস্তায় দ্রুতগতির একটি বাসকে ওভারটেক করতে গিয়ে তুরাগ নদে পড়ে নিখোঁজ হয় সেই হলুদ ট্যাক্সিক্যাবটি।

ওই রাস্তা দিয়ে রিকশায় করে যাওয়ার সময় এ ঘটনা প্রত্যক্ষ করেছেন বলে প্রত্যক্ষদর্শী জসীম (৩৫) নামের এক ব্যক্তি আমাদের সাভার সংবাদদাতাকে জানান।

গতকাল (২১ জুরাই) রাত সাড়ে আটটার দিকে সাভারের আমিনবাজারের সালেহপুর এলাকায় তুরাগ নদে ছিটকে পড়ে ট্যাক্সিক্যাবটি। এরপর থেকে দুর্ঘটনা কবলিত ট্যাক্সিক্যাবটিকে উদ্ধারে অভিযান অব্যাহত থাকলেও এখন পর্যন্ত এর কোনো খোঁজ পাওয়া যায়নি।

আজ সকালেও ঘটনাস্থলে অভিযান চলতে দেখা গেছে। তবে নদে তীব্র স্রোত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।

ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-৪) এর কমান্ডার আনোয়ারুল হক সকালে দ্য ডেইলি স্টারকে জানান, স্থানীয়দের সহযোগিতায় ট্যাক্সিক্যাবটিকে উদ্ধারে অভিযান চললেও এখনও এর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ট্যাক্সিক্যবাটিতে ঠিক কতজন আরোহী ছিলো তা জানা যায়নি।

Comments

The Daily Star  | English

Israeli military says attacking military infrastructure in Tehran, Western Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

16h ago