নিরাপদ রেলপথের দাবিতে মানববন্ধন

সম্প্রতি সিলেট-আখাউড়া রেলপথে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায়, এসব দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়ীদের শাস্তি নিশ্চিতকরণ ও রেল লাইনের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া এলাকার বাসিন্দারা।
Kulaura
২২ জুলাই ২০১৯, নিরাপদ রেলপথের দাবিতে মানববন্ধন করেন মৌলভীবাজারের কুলাউড়া এলাকার বাসিন্দারা। ছবি: স্টার

সম্প্রতি সিলেট-আখাউড়া রেলপথে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায়, এসব দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়ীদের শাস্তি নিশ্চিতকরণ ও রেল লাইনের দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন মৌলভীবাজারের কুলাউড়া এলাকার বাসিন্দারা।

এসব দুর্ঘটনার জন্য রেল বিভাগকে দায়ী করে মানবন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, “রেল বিভাগের চরম গাফিলতির কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। সরকারি চাকরি করে সবাই বেতন উত্তোলন করছেন। কিন্তু, রেললাইন সংস্কারে কোন কার্যত ভূমিকা নিচ্ছেন না। তাদের অবহেলার কারণে রেললাইন আজ মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে।”

তারা আরও বলেন, “ব্রিটিশ আমলের রেললাইনে কোন মেরামত কাজ স্থায়ীভাবে হচ্ছে না। যার কারণে প্রতিনিয়ত ঘটছে একের পর এক দুর্ঘটনা। অতি দ্রুত সিলেট-আখাউড়া রেললাইন সংস্কার, স্টেশনের টিকিট কালোবাজারি, যাত্রীদের টিকিট নিয়ে হয়রানি, যাত্রী সেবার নিম্নমান সংক্রান্ত সমস্যা নিরসনে রেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

অন্যথায় কুলাউড়াবাসীকে নিয়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে মানববন্ধনে একাত্মতা পোষণ করেছে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কুলাউড়া শাখা, আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া উপজেলা ও পৌর শাখা, রাইজিং স্টার ক্লাব, ইউনাইটেড রয়েলস ক্লাব, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ, সোশ্যাল কেয়ার অব নেশন, কুলাউড়া সমস্যা ও সম্ভাবনা গ্রুপ, কুলাউড়া পরিবহন শ্রমিক, হযরত ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

42m ago