যুব ওয়ানডেতে ইংল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইল ছবি।

কদিন আগেই ইংল্যান্ডে বিশ্বকাপে আশাহত হয়ে ফিরেছিল বাংলাদেশের জাতীয় দল। এবার সেখানে কিছু একটা পাওয়ার আশা গিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ যুবদল। ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে এক রকম উড়িয়ে দিয়ে শুরু করেছে তৌহিদ হৃদয়ের দল।

সোমবার উস্টারের কাউন্টি গ্রাউন্ডের ইংল্যান্ড যুবাদের দেওয়া ২০১ রানের লক্ষ্য ৭১ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশের জেতার কাজটা অবশ্য করে রেখেছিলেন বোলাররাই। দুই ওপেনারের ভালো শুরুতে এগিয়ে যাওয়া ইংল্যান্ডের প্রথম উইকেট আসে রান আউটে। এরপর তানজিম হাসানের দারুণ মুন্সিয়ানায় ৬ রান যোগ করতে আরও তিন উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা।

ইংলিশদের চেপে রেখে অধিনায়ক জর্জ হিলকে ফেরান পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী এক পর্যায়ে ৮৭ রানে ৬ উইকেট খুইয়ে বসে তারা।

এই অবস্থা থেকে তারা দুশো স্পর্শ করে লুইস গোল্ডসওয়ার্থি আর কেসি অলড্রিজের ব্যাটে। বাংলাদেশের হয়েছে ৪৯ রানে ৪ উইকেট নেন তানজিম।

২০১ রানের লক্ষে নেমে দুই ওপেনার তানজিদ হাসান আর প্রান্তিক নওরোজ দ্রুত বিদায় নিলে ভয় ধরেছিল। ধাক্কা কাটানোর আভাস দিয়ে মাহমুদুল হাসান জয়ও ফিরে গেলে অস্বস্তি কাটছিল না দলের।

কিন্তু এরপরই শাহাদাত হোসেন আর তৌহিদ হৃদয় ধরেন হাল। আগ্রাসী শাহাদাতের সঙ্গে স্থিতধী হৃদয়ের জুটি জমে গেলে বিপদ কেটে যায় বাংলাদেশের। দুজনেই করেন ফিফটি। শাহাদাত ফেরেন ৫৭ রানে, তবে হৃদয় ৭০ রানে অপরাজিত থেকেই শেষ করে আসেন খেলা।

বুধবার একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। যারাও টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হারিয়ে এসেছে ইংল্যান্ডকে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২০০/৭ (মোজলি ২০, ক্লার্ক ২৭, হেইন্স ৩, এভিসন ০, গোল্ডসওয়ার্থি ৬৯*, হিল ৫, বিন ৮, অলড্রিজ ৫৮, কিম্বার ২*; শরিফুল ০/৫৭, তানজিম ৪/৪৯, শামিম ০/২৭, মৃত্যঞ্জয় ১/৩১, রাকিবুল ০/৩৫)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৩৮.১ ওভারে ২০৪/৪ (তানজিদ ৯, প্রান্তিক ১৪, মাহমুদুল ৩৬, হৃদয় ৭০*, শাহাদাত ৫৭, আকবর ৯*; লিচ ০/৪১, অলড্রিজ ২/৩০, কিম্বার ১/৩১, মোরলে ১/৪৪, এভিসন ০/১৮, হিল ০/২১, গোল্ডসওয়ার্থি ০/১৯)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটে জয়ী

 

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago