এনামুল বাছিরকে গ্রেপ্তার করলো দুদক
ঘুষ লেনদেনের মামলায় সাময়িক বরখাস্ত হওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক খন্দকার এনামুল বাছিরকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল (২২ জুলাই) রাতে দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্যার নেতৃত্বে একটি দল রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, পুলিশের বরখাস্ত হওয়া উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের কাছ থেকে ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার মামলায় খন্দকার এনামুল বাছির আসামি।
গত ১৬ জুলাই ডিআইজি মিজান ও এনামুল বাছিরকে আসামি করে মামলা করে দুদক।
বাছিরকে আজ আদালতের সামনে হাজির করা হতে পারে।
Comments