ছেলেধরা গুজব ছড়িয়ে ভাড়াটিয়াকে গণপিটুনি, বাড়িওয়ালা গ্রেপ্তার
বকেয়া ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছেলেধরা গুজব ছড়িয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে ভাড়াটিয়াকে গণপিটুনি দেওয়ানোর অভিযোগ উঠেছে এক বাড়িওয়ালার বিরুদ্ধে।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, এ ঘটনায় ভুক্তভোগী ভাড়াটিয়া খোকন মিয়া (৩৫) মামলা করলে হাসনা বেগম ওরফে আয়েশা (৪০) নামের ওই বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে।
ছেলেধরার গুজবে দেশের বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনা ঘটার মধ্যে আয়েশা এই সুযোগ নেওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার রহমতপুরে আয়েশার টিনশেড ঘরে ভাড়া থাকতেন খোকন।
পুলিশ পরিদর্শক শাহিনুর রহমান জানান, গতকাল সকালে আয়েশা এক মাসের বকেয়া ভাড়া চাইতে গেলে খোকন পরে দেওয়ার কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হলে বাড়িওয়ালা আয়েশা ‘ছেলেধরা’ বলে চিৎকার করেন। এ সময় স্থানীয় কয়েকজন দৌড়ে এসে খোকন মিয়াকে পিটুনি দেয়। কিন্তু, পরে তারা বিষয়টি বুঝতে পেরে সটকে পড়েন।
পুলিশ খবর পেয়ে খোকনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর রাতে খোকন যাত্রাবাড়ী থানায় মামলা করেন। এতে বাড়িওয়ালা আয়েশাসহ ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
Comments