ট্রাফিক সার্জেন্টের মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে বাবার রিট
বরিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়া নিহতের ঘটনায় ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন তার বাবা।
আজ (২৩ জুলাই) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নিহত কিবরিয়ার বাবা ইউনুস আলী শিকদারের পক্ষে আইনজীবী মো. ফাইজুল্লাহ এ আবেদন করেন।
রিটে যমুনা গ্রুপের কাভার্ডভ্যান চাপায় ট্রাফিক সার্জেন্ট গোলাম কিবরিয়ার মৃত্যুতে তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ কেনো দেওয়া হবে তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে।
এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী ২৮ জুলাই শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান আইনজীবী।
উল্লেখ্য, গত ১৫ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের কর্ণকাঠি জিরো পয়েন্ট এলাকায় দায়িত্বপালন করছিলেন কিবরিয়া। এ সময় যমুনা গ্রুপের বেপরোয়া গতির কাভার্ডভ্যান চাপায় গুরুতর আহত হন তিনি। প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কিবরিয়াকে রাজধানীতে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় গত ১৬ জুলাই মারা যান তিনি।
এ ঘটনায় পরে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
Comments