নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৮
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে হিউম্যান হলার নছিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।
গতকাল (২৩ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: রাব্বী, সাহাবুদ্দিন ও জাহাঙ্গীর। তাদের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। তারা সবাই দিনমজুর।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টায় উপজেলার গাউছিয়া এলাকা থেকে কাঁচপুরগামী পিকআপ ভ্যান বরাব এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি নছিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নছিমন থাকা তিন যাত্রী মারা যান। আহত হন আরো আটজন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সামাদ জানান, পিকআপ ভ্যানের সঙ্গে নছিমনের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
“লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে,” উল্লেখ করে তিনি আরো বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে বলেও জানান এসআই।
Comments