স্বল্পপাল্লার ২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

Missile
ছবি: বাসস

উত্তর কোরিয়া আজ (২৫ জুলাই) সাগর অভিমুখে স্বল্পপাল্লার দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। ওয়াশিংটন ও সিউলের মধ্যে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া সামরিক মহড়া প্রশ্নে পিয়ংইয়ংয়ের পক্ষ থেকে সতর্কবার্তা উচ্চারণের পর এই ক্ষেপণাস্ত্র ছোড়া হলো।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ একথা জানান। খবর এএফপি’র।

উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে জানায়, এ যুদ্ধ মহড়া ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে নিরস্ত্রীকরণ আলোচনা ফের শুরুর পরিকল্পনাকে বাধাগ্রস্ত করতে পারে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক কর্মকর্তা জানান, উত্তর কোরিয়া ভোরের দিকে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্র দুটি পূর্ব সাগরে পড়ার আগে প্রায় ৪৩০ কিলোমিটার পথ অতিক্রম করে। এটি জাপান সাগর নামেও পরিচিত।

উত্তর কোরিয়ার নেতার কথা উল্লেখ করে তিনি বলেন, “উৎক্ষেপণ স্থলে কিম জং উন উপস্থিত ছিলেন কী না সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানা যায়নি।”

ওই কর্মকর্তা এএফপি’কে বলেন, ওয়াশিংটনের সাথে একটি যৌথ সামরিক মহড়ার প্রক্রিয়া চলছে।

এদিকে টোকিও জানায়, উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি জাপানের জলসীমায় পৌঁছায়নি। জাপানের প্রতিরক্ষামন্ত্রী পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেন।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী তাকাশি ইওয়া সাংবাদিকদের বলেন, “আমরা এখন পর্যন্ত যতোটা নিশ্চিত হয়েছি তাতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র দুটি জাপানের ভূখণ্ডে বা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনে পৌঁছাতে পারেনি।”

উল্লেখ্য, গত ৯ মে উত্তর কোরিয়া সর্বশেষ স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিলো।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

4h ago