‘অধিনায়কত্ব ব্যাপারটা তখনই ভালো লাগে, যখন দল ভালো করে’

ওয়ানডেতে বাংলাদেশের ‘অধিনায়ক’ হিসেবে অভিষেক হতে যাচ্ছে তামিম ইকবালের। তা-ও আবার বিদেশের মাটিতে, শ্রীলঙ্কার বিপক্ষে। নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেও উত্তেজনায় ভেসে যেতে চান না দেশসেরা ওপেনার। জাতীয় দলের জার্সিতে নতুন এক রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নেওয়ার আগে তিনি থাকছেন সতর্ক। সেই সঙ্গে বাকি ক্রিকেটারদের দিকেও তাকিয়ে তিনি। কারণ তাদের পারফরম্যান্সের ভিত্তিতে সিরিজে যে ফল আসবে, তার ওপরই নির্ভর করবে ‘অধিনায়ক’ হিসেবে তামিমের সাফল্য-ব্যর্থতা।
tamim iqbal
ছবি: বিসিবি

ওয়ানডেতে বাংলাদেশের ‘অধিনায়ক’ হিসেবে অভিষেক হতে যাচ্ছে তামিম ইকবালের। তা-ও আবার বিদেশের মাটিতে, শ্রীলঙ্কার বিপক্ষে। নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেও উত্তেজনায় ভেসে যেতে চান না দেশসেরা ওপেনার। জাতীয় দলের জার্সিতে নতুন এক রোমাঞ্চকর অভিজ্ঞতার স্বাদ নেওয়ার আগে তিনি থাকছেন সতর্ক। সেই সঙ্গে বাকি ক্রিকেটারদের দিকেও তাকিয়ে তিনি। কারণ তাদের পারফরম্যান্সের ভিত্তিতে সিরিজে যে ফল আসবে, তার ওপরই নির্ভর করবে ‘অধিনায়ক’ হিসেবে তামিমের সাফল্য-ব্যর্থতা।

আগামীকাল শুক্রবার (২৬ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কলম্বোতে স্বাগতিক লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের ভারপ্রাপ্ত দলনেতা তামিম জানান, ‘সত্যি কথা বলতে এভাবে চিন্তা করছি না যে, অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে। (সাংবাদিকদের উদ্দেশ্য করে) আপনারা বলছেন, শুনে ভালো লাগছে। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো, আমরা সিরিজটা কীভাবে শুরু করব। অধিনায়কত্ব ব্যাপারটা তখনই ভালো লাগে, যখন আপনার দল ভালো করে।’

বিশ্বকাপে ভালো করতে পারেননি তামিম। ফর্মে ফেরার তাগিদ রয়েছে তার। এর পাশাপাশি মাশরাফি বিন মর্তুজা আর সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ‘অধিনায়ক’ হিসেবেও কার্যকর ভূমিকা রাখতে হবে তাকে। কারণ সিরিজ জেতার লক্ষ্য নিয়েই যে লঙ্কায় গেছে বাংলাদেশ। সেজন্য সতীর্থদের কাছ থেকে সেরা পারফরম্যান্সটা চান তিনি, ‘আমি বিশ্বাস করি যে, দলের বাকি দশ খেলোয়াড় কেমন পারফর্ম করছে, সে বিষয়টা দিয়েই অধিনায়ক হিসেবে কারও মূল্যায়ন হয়ে থাকে। অধিনায়ক হিসেবে কী হবে-না হবে, কী করছি-না করছি এসব নিয়ে আমি খুব বেশি উত্তেজিত না। কখনও থাকিও না।’

অধিনায়ক হিসেবে খেলতে নামছেন, এমন ভাবনাটা মাথা থেকে সরিয়ে রাখার চেষ্টা থাকলেও দায়িত্বটা তো থাকছে তামিমের কাঁধেই। তা তো আর এড়ানোর উপয়া নেই। তাই দায়িত্ব পালনে নিজের যথাসাধ্য দেওয়ার প্রত্যাশা পোষণ করেন তামিম, ‘আমার যে দায়িত্ব, আমার যে কাজ রয়েছে সেগুলোর ব্যাপারে আমি সবসময় মনোযোগী থাকি। সেগুলো যেন পূরণ করতে পারি। ক্রিকেট বোর্ড আমাকে একটা দায়িত্ব দিয়েছে। যারা খেলবে, তাদেরকে আমি যতটুকু পারি, সাহায্য করার চেষ্টা করব।’

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

42m ago