চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিলো: সিআইডি
চুয়াডাঙ্গার ইটভাটা থেকে গত সপ্তাহে উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্রকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিলো বলে তার মরদেহের ডিএনএ পরীক্ষার পর এমন তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এ ঘটনায় গত শুক্রবার রাতে আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ আবু হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছাড়াও আরও চার ব্যক্তির বিরুদ্ধে মাদ্রাসা ছাত্র আবীর হোসাইনকে (১০) ধর্ষণ ও হত্যার অভিযোগ এনে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মাহবুবুর রহমানের বরাত দিয়ে আমাদের কুষ্টিয়া সংবাদদাতা জানান, জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করলে অধ্যক্ষ আবু হানিফকে গতকাল রাতে গ্রেপ্তার দেখানো হয়।
গত বুধবার (২৪ জুলাই) সকালে কয়রাডাঙ্গা নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির আবাসিক ছাত্র আবীরের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়। এরপর ডিএনএ পরীক্ষার জন্য মরদেহের বিভিন্ন আলামত ঢাকায় সিআইডি কার্যালয়ে পাঠানো হয়।
পুলিশ সুপার জানান, ডিএনএ পরীক্ষার পর ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হয়েছে সিআইডি কার্যালয়।
আরও পড়ুন:
Comments