বিপিএলের সপ্তম আসরের তারিখ চূড়ান্ত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর নতুন আসরের তারিখ চূড়ান্ত করেছে বিসিবি। ফ্রেঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের সপ্তম আসর শুরু হবে ৬ ডিসেম্বর। তার আগে ৩ ডিসেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান।
জাতীয় নির্বাচনের জন্য ২০১৮ সালের বিপিএলের ৬ষ্ঠ আসরের আয়োজন হয় ২০১৯ সালের জানুয়ারিতে। চলতি বছরে তাই টি-টোয়েন্টি এই টুর্নামেন্টির হতে যাচ্ছে দুই আসর।
শনিবার বোর্ড সভা শেষে বিসিবি প্রধান নাজমুল হাসান জানান বিপিএলে শুরুর নতুন তারিখ। আগের দুই আসরে উদ্বোধনী অনুষ্ঠান বাদ দেওয়া হলেও এবার নতুন আসরে ফিরেছে উদ্বোধনী অনুষ্ঠান। মূল টুর্নামেন্ট শুরুর তিন দিন আগে ৩ ডিসেম্বর হবে ঝমকালো উদ্বধোনী অনুষ্ঠান। ম্যাসব্যাপী খেলা হয়ে টুর্নামেন্টের ফাইনালের সম্ভাব্য তারিখ ২০২০ সালের ১১ জানুয়ারি।
তবে বিপিএলে এবার কতটি দল অংশ নেবে তা নিশ্চিত করেনি বিসিবি। চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৭ দলের অংশগ্রহণে হয় বিপিএলের ৬ষ্ঠ আসর।
চলমান শ্রীলঙ্কা সফর হওয়ার কথা ছিল আসছে ডিসেম্বরে। কিন্তু বিপিএলের কারণে সফরটি এগিয়ে জুলাইতে নিয়ে আসে বিসিবি।
Comments