ডেঙ্গুতে জাবি ছাত্রীর মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। উ খেই নু নামের এই শিক্ষার্থী প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
ফার্মেসি বিভাগের এই ছাত্রী চট্টগ্রামে তার বাসায় মারা গেছে বলে প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ আয়েশা সিদ্দিকা নিশ্চিত করেছেন।
জ্বরের উপসর্গ নিয়ে প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি হয়েছিলেন খেই। অবস্থা খারাপের দিকে যাওয়ায় কয়েক দিন আগে সাভারে একটি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। হল প্রাধ্যক্ষ জানান, পরবর্তীতে ওই ছাত্রী চট্টগ্রামে তার বাড়িতে চলে যান।
তবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ডেঙ্গু নির্ণয়ের ব্যবস্থা না থাকায় খেই ডেঙ্গু আক্রান্ত হওয়ার কথা জানতেন না হল প্রাধ্যক্ষ।
প্রাধ্যক্ষ আরও জানান, খেই কিছুদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিল এবং তার চিকিৎসাও চলছিল।
তবে খেইয়ের কাজিন মং লা তিন জানান, ডেঙ্গুতেই মারা গেছেন খেই।
Comments