মেয়াদ বাড়ল দুই নির্বাচকের
এই বিশ্বকাপ দিয়েই দুই নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। গুঞ্জন ছিল প্রধান নির্বাচকের জায়গায় আসতে পারে বদল। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাঁটেনি সে পথে। দুই নির্বাচকের কাজে সন্তুষ্ট বিসিবি বরং মেয়াদ বাড়িয়েছে তাদের।
নতুন মেয়াদ অনুযায়ী প্রধান নির্বাচক হিসেবেই থাকছেন মিনহাজুল, নির্বাচক হিসেবে তার সঙ্গে হাবিবুলের কাজের পরিধি এখন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। নির্বাচক প্যানেলে এই দুজন থাকলেও আগের মতই দল নির্বাচন হবে দুই স্তরে। অন্য স্তরে আগের মতই নির্বাচক কমিটিতে প্রধান হিসেবে থাকছেন টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
নির্বাচক কমিটিতে আরও থাকবেন প্রধান কোচ, অধিনায়ক, দলের ম্যানেজার ও দুই নির্বাচক। শনিবার বোর্ড সভা শেষে নির্বাচকদের নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানান নাজমুল, ‘আমি সেদিন বললাম না, কোন অভিযোগ নেই। ভালোই তো চলছে। কাজেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তারাই থাকছেন।’
এই দুই নির্বাচক ছাড়াও আরেকজন নির্বাচক বাড়ানোর কথাও ভাবছে বিসিবি। তবে তৃতীয় নির্বাচক হিসেবে কাকে নেওয়া হবে সে সিদ্ধান্ত নিতে আরও কিছুটা সময় নিবে বোর্ড।
Comments