ঘুরে দাঁড়ানোর সামর্থ্য বাংলাদেশের আছে: সুজন
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রাপ্তি কী? পেস বা স্পিন, বোলিংয়ের কোনো বিভাগেই নজর কেড়ে নেওয়ার মতো কিছু ছিল না। ফিল্ডিংয়ের বেহাল দশা নিয়ে চায়ের কাপে ঝড় তোলা তো সেই বিশ্বকাপ থেকেই চলছে। যে ব্যাটিং লাইনআপ নিয়ে বিশ্ব সেরাদের আসরে তাক লাগিয়ে দিয়েছিল টাইগাররা, সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তাও বিবর্ণ। ফলে লঙ্কানদের মাটিতে আদৌ কোনো ইতিবাচক ফল বাংলাদেশ আদায় করতে পারবে কি-না তা ভাবতে গিয়ে কূল-কিনারা হারিয়ে বসার জোগাড় ক্রিকেটপ্রেমীদের।
বাংলাদেশের অন্তর্বর্তী কোচ খালেদ মাহমুদ সুজনও মানছেন, তিন ম্যাচ সিরিজের শুরুর ওয়ানডে হেরে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। সিরিজ নিজেদের করে নিতে হলে পরের দুটিতেই জিততে হবে। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার সঙ্গে তিন বিভাগেই মলিন পারফরম্যান্স যুক্ত হওয়ায় বিষয়টা বেশ কঠিন রূপ ধারণ করেছে। তবে এই শক্ত কাজটা করার সামর্থ্য তার শিষ্যদের রয়েছে বলেও বিশ্বাস করছেন সুজন।
দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগের দিন শনিবার (২৭ জুলাই) তিনি বলেছেন, 'আজকে অনুশীলন বন্ধ ছিল। কারণ এখানে খুব গরম। এছাড়া গতকাল আমরা ম্যাচ খেলেছি। তামিম (ইকবাল) তারপরও অনুশীলন করতে চেয়েছে। ওর কারণেই আসা (মাঠে)। আমি মনে করি ম্যাচ হারলে কখনওই ভালো লাগে না। তারপরও আমাদের সুযোগ আছে। যদি আমরা কালকের ম্যাচে ভালো করতে পারি, তাহলে কামব্যাক করতে পারব। আমি মনে করি, আমাদের সামর্থ্য আছে। আমি বিশ্বাস করি, আমরা ঘুরে দাঁড়াব।'
র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কা পিছিয়ে রয়েছে বাংলাদেশের চেয়ে। গেল কয়েক বছর ধরে দলটিও যাচ্ছে পুনর্গঠনের মধ্য দিয়ে। কিন্তু সিরিজ খেলতে দেশ ছাড়ার আগে ভারপ্রাপ্ত টাইগার অধিনায়ক তামিম বলেছিলেন, কঠিন চ্যালেঞ্জ প্রত্যাশা করছেন তিনি। হার দিয়ে সিরিজ শুরুর পর সুজনের কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে একই সুর। তবে ঘুরেফিরে আশার বাণীই শুনিয়েছেন তিনি, 'প্রথম ম্যাচ হারার পর কাজটা কঠিন, কিন্তু যদি আমরা কাল জিতি, তাহলে বিষয়টি অন্য রকম হবে। এই ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ, তবে তাদের হারানো যাবে না, তা-ও না।'
Comments