‘বন্দুকযুদ্ধে’ আহত বিজিবি হাবিলদারের মৃত্যু

BGB Habildar Akmal Hossain
নিহত হাবিলদার মো. আকমল হোসেন। ছবি: সংগৃহীত

গত ২৬ জুলাই রাতে যশোরের পাঁচ ভূলোট সীমান্তে কর্তব্যরত থাকাকালীন মাদক চোরাকারবারিদের নিক্ষিপ্ত ককটেলের আঘাতে গুরুতর আহত বিজিবির হাবিলদার মো. আকমল হোসেন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মহসিন রেজা জানান, আজ সকাল ৯টা ২৫ মিনিটে সিএমএইচের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে হাবিলদার মো. আকমল হোসেন মৃত্যুবরণ করেছেন।

বিজিবির ব্যবস্থাপনায় আকমলের মরদেহ রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামে তার স্বজনদের কাছে প্রেরণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

উল্লেখ্য, ২৬ জুলাই রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করার সময় হাবিলদার মো. আকমল হোসেন গুরুতর আহত হন। সেসময় একজন মাদক চোরাকারবারি নিহত হয়েছিলো।

এছাড়াও, চার মাদক চোরাকারবারি আটক, ৩টি ককটেল এবং ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছিলো।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

29m ago