৫০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু

Dengu patients
ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু। ছবি: স্টার

দেশের ৫০ জেলায় ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। গতকাল (২৯ জুলাই) এ জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা রেকর্ড করে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত তিনদিন আগে ডেঙ্গু রোগীর খোঁজ মিলেছিলো ১৭টি জেলায়। আর গত দুদিনে নতুন করে পাঁচটি জেলা যোগ হয়েছে। কিন্তু, গতকাল সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় ৫০ এ।

ডেঙ্গু আক্রান্ত জেলাগুলোর মধ্যে রয়েছে: গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, খুলনা, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি এবং সিলেট।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, গতকাল পর্যন্ত ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এটিই বাংলাদেশে এক বছরে সর্বোচ্চ। গত বছর সেই সংখ্যা ছিলো ১০ হাজার ১৪৮ জন। অনেকের আশঙ্কা এই সংখ্যা আরো অনেক বেশি হবে।

আজ (৩০ জুলাই) পর্যন্ত ডেঙ্গু রোগীতে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। যদিও সরকারের দাবি ডেঙ্গু জ্বরে মৃতের সংখ্যা আট।

(সংক্ষেপিত, পুরো প্রতিবেদনটি পড়তে Dengue spreads to 50 districts লিংকে ক্লিক করুন)

Comments

The Daily Star  | English

US tariff talks: First day ends without major decision

A high-level meeting between Bangladesh and the Office of the United States Trade Representative (USTR) ended in Washington, DC, yesterday without a major decision, despite the looming expiry of a 90-day negotiation window on July 9.

7h ago