কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছে ভারতীয় জনতা পার্টির উদ্বাস্তু বিষয়ক শাখা। কূটনৈতিক জোনে ১৪৪ ধারা ভেঙে প্রতিবাদ সমাবেশ করায় এসময় গ্রেপ্তার করা হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। যদিও পরে মুচলেকা নিয়ে তাদের প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে কলকাতার পার্ক সার্কাস এলাকার বঙ্গবন্ধু সরণিতে অবস্থিত কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে বিক্ষোভটি ছিল পূর্ব ঘোষিত। সে কারণেই সেখানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ ও নিরাপত্তা বাহিনীও মোতায়েন ছিল।
কোনো রকম বিশৃঙ্খলা তৈরির আগেই বিক্ষোভকারীদের সভা এবং মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
বিজেপি উদ্বাস্তু সেলের আহবায়ক মোহিত রায় বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ এসে তাদের বাধা দেয় এবং গ্রেপ্তার করে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে বর্তমান সরকার ইতিবাচক পদক্ষেপ নিক এটাই তাদের দাবি।
যদিও পরে শান্তিপূর্ণভাবে একটি স্মারকলিপি উপ-দূতাবাসে জমা দেওয়া হয়। সেখানে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বন্ধ করার জন্য দেশের বর্তমান আওয়ামী লীগ সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
Comments