রেফারেন্সে ট্রেনের টিকিট না দিতে সতর্কতা
রেলপথ মন্ত্রীর একান্ত সচিবের সঙ্গে আলাপ থাকার পরিচয় দিয়ে টিকিট চাইলে তা অগ্রাহ্য করার জন্য দেশের সকল স্টেশনের দায়িত্বরত কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে।
মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমানের পক্ষ থেকে দেওয়া এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সম্প্রতি এমন অনেকেই তার দাপ্তরিক ফোনে কল করে রেলের টিকিট নিয়ে আলোচনা করেন। কিন্তু একান্ত সচিব টিকিটের ব্যাপারে কোনো এখতিয়ার রাখেন না জানানোর পরও কেউ কেউ টেলিফোনে আলোচনার প্রসঙ্গ টেনে স্টেশনে গিয়ে টিকিট দাবি করেন। কেউ কেউ আবার একান্ত সচিবের ভিজিটিং কার্ড দেখিয়েও টিকিট চেয়ে বসেন।
এ ধরনের কোনো ক্ষেত্রে টিকিট ইস্যু না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
Comments