লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু
লালমনিরহাটে ব্যাটারি চালিত ইজিবাইকে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন হাফেজুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি।
আজ (২ আগস্ট) সকালে আদিতমারী উপজেলার মহিষখোঁচা চৌধুরী বাহার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক হাফেজুল ইসলাম ওই এলাকার বেলাল হোসেনের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ইজিবাইকে চার্জ দেওয়ার সময় অসাবধানবশত ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারে জড়িয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন হাফেজুল। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Comments