ডেঙ্গু মোকাবিলায় ঢাকার পাশে কলকাতা

Otin Ghosh
কলকাতা পৌর সংস্থার ডেপুটি মেয়র এবং পৌর সংস্থার স্বাস্থ্য বিষয়ক প্রধান অতীন ঘোষ। ছবি: স্টার

ডেঙ্গু মোকাবিলায় ভারতের রাজ্যগুলোর রাজধানীর মধ্যে কলকাতা অনেকটা এগিয়ে থাকায়, এবার প্রতিবেশী দেশের রাজধানী ঢাকার পাশে এই সমস্যা সমাধানের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে তারা।

আজ (৩ আগস্ট) দুপুরে এক যৌথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দুই শহরের মধ্যে চলমান ডেঙ্গু সমস্যা নিয়ে কথা বলবেন দুই দেশের রাজধানীর মেয়য়রা।

ঢাকার মেয়র সাঈদ খোকন তার সর্বশেষ কলকাতা সফরের সময় স্থানীয় মেয়রের সঙ্গে দেখা করেন এবং বেশ কিছু বিষয়ে সহযোগিতা চান।

কলকাতা পৌর সংস্থার ডেপুটি মেয়র এবং পৌর সংস্থার স্বাস্থ্য বিষয়ক প্রধান অতীন ঘোষ গতকাল দ্য ডেইলি স্টারকে জানান, আজ স্থানীয় সময় দুপুর আড়াইটায় এই ভিডিও কনফারেন্স হবে। সেখানে মেয়র এবং তিনি থাকবেন।

এ সময় তিনি জানান, গতবছরের চেয়ে এবার শহরে ডেঙ্গুর প্রভাব কম। ডেঙ্গু পাওয়া গেছে এমন ব্যক্তির সংখ্যা ২০০। তবে শহরের মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন বলেও মনে করেন অতীন ঘোষ। তিনি বলেন, “জল যেনো কোথায় জমে না থাকে। স্বচ্ছ জলেই ডেঙ্গুর লার্ভা জন্ম নেয়।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, মোট জনসংখ্যার দুই শতাংশ ডেঙ্গুতে আক্রান্ত হওয়াটা স্বাভাবিক বিষয়। কিন্তু কলকাতা পৌরসভায় এর চেয়েও কম আছে। তাই সেটিকে একটি বড় সাফল্য বলেও মনে করেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র। 

কলকাতা পৌর সংস্থা ডেঙ্গু জ্বর ছাড়াও মশবাহিত রোগ প্রতিরোধের জন্য সারাবছরই কর্মকাণ্ড চালিয়ে যায়। আর এর জন্যই বর্ষা মৌসুমে মশাবাহিত রোগ-ব্যাধিও আগের চেয়ে অনেক কমে গেছে বলেও দাবি সংশ্লিষ্টদের।

Comments

The Daily Star  | English

Bangladesh women defend SAFF title with 2-1 win against Nepal

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

11m ago