বার্সেলোনা ছেড়ে জেনিটে পাড়ি জমালেন ম্যালকম
স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনাতে মাত্র এক মৌসুম কাটিয়ে রাশিয়ান ক্লাব জেনিট সেন্ট পিটার্সবার্গে পাড়ি জমিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।
শুক্রবার (২ আগস্ট) বার্সার ওয়েবসাইটে ম্যালকমের ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২২ বছর বয়সী উইঙ্গারের জন্য জেনিটকে গুনতে হচ্ছে ৪০ মিলিয়ন (চার কোটি) ইউরো। চুক্তির শর্ত অনুসারে, পরবর্তীতে খরচের অঙ্কে আরও পাঁচ মিলিয়ন (৫০ লাখ) ইউরো যোগ হতে পারে।
গেল মৌসুমে ফরাসি ক্লাব বোর্দো থেকে কাতালান শিবিরে যোগ দেন ম্যালকম। তাদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ২৪টি ম্যাচ খেলেন তিনি। গোল করেন ৪টি। এর মধ্যে লিগে মাত্র একবার লক্ষ্যভেদ করেন তিনি।
বার্সার হয়ে ২০১৮-১৯ মৌসুমে দুটি শিরোপা জিতেছেন ম্যালকম। সেগুলো হলো- লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।
Comments