বন্যার্তদের স্থায়ী তালিকা তৈরির আহ্বান জাতীয় পার্টির
প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য একটি স্থায়ী তালিকা তৈরির আহ্বান জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)।
জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, “প্রতিবছর বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য স্থায়ী তালিকা করতে হবে। বন্যার সময় তাদের কার্ড অনুযায়ী ত্রাণ পৌঁছে দিতে হবে।”
আজ (৩ আগস্ট) বেলা ১১টার দিকে কুড়িগ্রাম জেলার পাঁচগাছি ইউনিয়ন কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে জিএম কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক মানুষই কষ্টের মাঝে ত্রাণের জন্য লাইনে দাঁড়াতে চায় না। তাই তালিকা অনুযায়ী ত্রাণ দিলে সবার মাঝে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের স্থায়ী বন্দোবস্ত হবে।”
জিএম কাদের আরও বলেন, “প্রধান বিরোধী দল হিসেবে আমরা সাধ্যমত বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় বন্যার্তদের পাশে ছিলেন আমরাও তার দেখানো পথে দুর্গত মানুষদের সেবায় নিয়োজিত থাকবো, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম হলে আমরা সংসদে তা তুলে ধরবো।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মানুষের মাঝে ভীতিকর অবস্থা বিরাজ করছে। ডেঙ্গু জ্বরে মানুষ মারা যাচ্ছে, সরকার মানুষের ডেঙ্গু ভীতি দূর করতে পারেনি।”
Comments