বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা ইমার্জিং দল, সূচি চূড়ান্ত
তিনটি একদিনের ম্যাচ এবং দুটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ইমার্জিং (হাইপারফরম্যান্স) দল।
বাংলাদেশ হাইপারফরম্যান্স দলের মুখোমুখি হতে তিন সপ্তাহের বেশি সময়ের সফরে লঙ্কানরা ঢাকায় পা রাখবে আগামী ১৬ আগস্ট। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মোট তিনটি ভেন্যুতে।
দুদিন অনুশীলন শেষে ১৯ আগস্ট প্রথম একদিনের ম্যাচে খেলবে শ্রীলঙ্কা ইমার্জিং দল। দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ২১ আগস্ট। দুটি ম্যাচেরই ভেন্যু সাভারের বিকেএসপি। তৃতীয় ও শেষ একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
একই স্টেডিয়ামে ২৭ আগস্ট শুরু হবে দুদলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচের ভেন্যু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ম্যাচটি শুরু হবে ৩ সেপ্টেম্বর।
২৩ দিনের সফর শেষ করে আগামী ৭ সেপ্টেম্বর দেশে ফিরবে লঙ্কানরা।
Comments