যেন হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী: মির্জা ফখরুল

দেশের বর্তমান অবস্থা ‘হীরক রাজার দেশ’র চেয়েও খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “এই সরকার, এই মন্ত্রিসভা ‘হীরক রাজার দেশ’র চেয়ে অধম। এ যেন হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী। এই অবস্থা হয়ে গেছে দেশের।”
mirza fakhrul islam alamgir
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দেশের বর্তমান অবস্থা ‘হীরক রাজার দেশ’র চেয়েও খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “এই সরকার, এই মন্ত্রিসভা ‘হীরক রাজার দেশ’র চেয়ে অধম। এ যেন হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী। এই অবস্থা হয়ে গেছে দেশের।”

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব’র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করা হয়।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে খোঁজ না রাখায় স্বাস্থ্যমন্ত্রীরও কঠোর সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, “এই যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাহেব, কতজন ডেঙ্গু রোগে মারা গেছে, উনি বলতে পারবেন না এবং এটা তার জানা নেই।…উনি বললেন, এডিস মশা নাকি অনেকটা রোহিঙ্গাদের মতো।”

“কত বড় অমানবিক উনি! কত বড় অমানুষ উনি! এই ধরনের কথা একজন মন্ত্রীর মুখ থেকে শুনতে হয় আমাদের।” এই পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর সম্পর্কে তিনি বলেন, “পত্র-পত্রিকায় এসেছে, উনি ব্যক্তিগত কাজে গিয়েছেন। ফিরে আসার পরে বলছেন, তিনি জানেন না, ডেঙ্গু রোগে কতজন মারা গেছেন। বলছেন, ১৫০০ থেকে ১৭০০ আক্রান্ত হয়েছে।”

মশা মারতে নতুন ওষুধ আমদানির উদ্যোগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, একটা খবর হচ্ছে মশার ওষুধ নেই। আরেকটা হচ্ছে, মশার ওষুধ কাজ করছে না। করবে কী করে? যে দুর্নীতি তারা করে, তাতে তো মশার ওষুধ কাজ করার কথা না। এখন নতুন ওষুধ আনবে, সেখানে আরও দুর্নীতি হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “যে দুটো ওষুধ আনা হচ্ছে, সেগুলো থাইল্যান্ডে নিষিদ্ধ। আর যে দুটো আনা হবে, সেগুলোর কার্যকারিতা সম্পর্কে তারা কিছু জানেন না। তারা আমদানি করছে কলকাতার ডেপুটি মেয়রকে, তাদের কনসালটেন্ট হিসেবে।”

অনুষ্ঠানে ড্যাবের আহ্বায়ক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, ড্যাবের সহ-সভাপতি আব্দুস সালাম, বিএনপির সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ।

Comments

The Daily Star  | English

Don’t stop till the dream comes true

Chief Adviser Prof Muhammad Yunus yesterday urged key organisers of the student-led mass uprising to continue their efforts to make students’ and the people’s dream of a new Bangladesh come true.

1h ago