ডেঙ্গুতে ইডেন কলেজের ছাত্রীর মৃত্যু
ইডেন মহিলা কলেজের এক ছাত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ বিকেলে ঢাকায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তার মৃত্যু হয়।
হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের এই ছাত্রীর নাম ফাতেমা আক্তার (২০)। ঢাকার হাজারিবাগের বাসিন্দা ফাতেমার বাবা ও ভাই ডেঙ্গু আক্রান্ত হয়ে শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।
জিগাতলায় অবস্থিত জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মুরাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ফাতেমা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি জানান, ডেঙ্গু শক সিন্ড্রোম নিয়ে গতকাল তাকে নিয়ে আসা হয়েছিল। সব চেষ্টার পরও তার রক্তচাপ বাড়ানো সম্ভব হয়নি।
ফাতেমার চাচা নাসিরউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, সপ্তাহখানেক আগে তার ভাতিজির ডেঙ্গু ধরা পড়েছিল। এর মধ্যে সুস্থ্যও হয়ে গিয়েছিল। কিন্তু গতকাল হঠাৎ করে সে অসুস্থ হয়ে পড়ে।
তিনি জানান, হাসপাতালে ভর্তি বাবা ও ভাইকে লাশ দেখানোর পর দাফনের জন্য গাজীপুরের কাশিমপুরে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
Comments