অপহরণের ৩ মাস পর ফিরে এলেন আইটি বিশেষজ্ঞ শাহীন

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে অপহরণের তিন মাস পর বাসায় ফিরে এসেছেন আইটি বিশেষজ্ঞ আতাউর রহমান শাহীন (৩৮)।
Ataur Rahman Shahin
আতাউর রহমান শাহীন। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁও এলাকা থেকে অপহরণের তিন মাস পর বাসায় ফিরে এসেছেন আইটি বিশেষজ্ঞ আতাউর রহমান শাহীন (৩৮)।

শাহীনের বোনের স্বামী রবিউল ইসলাম দ্য ডেইলি স্টারকে জানান, “গতরাত দেড়টার দিকে মিরপুরের বাসার দরজায় কড়া নাড়েন শাহীন। তাকে জীবিত পাওয়া গেছে, আমরা এতেই খুশি।”

তবে, এই অপহরণকাণ্ড নিয়ে শাহীনের পরিবারের কোনো সদস্যই বিস্তারিত কোনো কথা বলতে রাজি হননি।

গত ২ মে তেজগাঁওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপনা পরিচালক শাহীনকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করা হয়।

ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত ফুটেজে দেখা যায়, ওই দিন রাতে তেজগাঁওয়ের গুলশান লিংক রোড থেকে কয়েকজন ব্যক্তি একটি সাদা মাইক্রোবাসে করে শাহীনকে অপহরণ করে নিয়ে যান। এখন পর্যন্ত ওই মাইক্রোবাসটি ও অপহরণকারীদের কারো কোনো সন্ধান বের করতে পারেনি পুলিশ।

ভারতের বেঙ্গালুরু থেকে সফটওয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা সম্পন্ন করেছেন শাহীন। তিনি মিরপুর এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

42m ago