সুবর্ণচরে বিধবাকে ধর্ষণের ঘটনায় ৩ আসামির রিমান্ড আবেদন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের এক বিধবা নারীকে (২৩) ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে নোয়াখালী ২নং আমলি আদালতে আসামিদের রিমান্ডের আবেদন করা হয়। বিকেলে রিমান্ড শুনানির কথা রয়েছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ উদ্দিন জানান, রোববার রাতে নির্যাতিতা নারীর বাবা বাদী হয়ে মোহাম্মদপুর ইউনিয়নের চর মুজাম গ্রামের নূর উদ্দিন (৪০), দেলোয়ার মাস্টার (৫০) ও নূরুল হুদাকে (৩৮) আসামি করে মামলা দায়ের করে। অবশ্য মামলার আগেই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে মোহাম্মদপুর ইউনিয়নের চর মুজাম গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। নির্যাতিতা ওই নারীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. খলিল উল্লাহ জানান, গতকাল এবং আজ নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পেলে গণধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
Comments