জিম্বাবুয়ে,আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের সূচি চূড়ান্ত
সিরিজটি মোটামুটি ঠিকঠাকই ছিল, আইসিসি জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করায় জেগেছিল শঙ্কা। অপেক্ষা ছিল কেবল জিম্বাবুয়ের সবুজ সংকেতের। সংকটে থাকা জিম্বাবুয়ে অবশেষে আসছে। আফগানিস্তান আর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচিও তাই প্রকাশ করেছে বিসিবি।
সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায় একমাত্র টেস্ট খেলতে ৩০ অগাস্ট বাংলাদেশে আসবে আফগানরা। ১ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তারা খেলবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। ৫ সেপ্টেম্বর চট্টগ্রামেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে হবে একমাত্র টেস্ট।
টেস্টের পর পরই টি-টোয়েন্টির ধামাকায় মাতবে সবাই। ওই টুর্নামেন্ট খেলতে ৮ সেপ্টেম্বর ঢাকায় আসবে জিম্বাবুয়ে। ১৩ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।
প্রতিটি দল একে অন্যের বিপক্ষে দুবার করে মুখোমুখি হয়ে নির্ধারিত হবে সেরা দুই দল। ২৪ সেপ্টেম্বর মিরপুরেই হবে ফাইনাল। তবে এবার টি-টোয়েন্টি টুর্নামেন্টের তিনটি ম্যাচ হবে চট্টগ্রামে।
ত্রিদেশীয় সিরিজের সূচি:
তারিখ/বার |
ম্যাচ |
ভেন্যু |
১৩ সেপ্টেম্বর, শুক্রবার |
বাংলাদেশ-জিম্বাবুয়ে |
শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৪ সেপ্টেম্বর, শনিবার |
আফগানিস্তান-জিম্বাবুয়ে |
শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৫ সেপ্টেম্বর, রোববার |
বাংলাদেশ-আফগানিস্তান |
শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
১৮ সেপ্টেম্বর, বুধবার |
বাংলাদেশ-জিম্বাবুয়ে |
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২০ সেপ্টেম্বর, শুক্রবার |
আফগানিস্তান-জিম্বাবুয়ে |
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২১ সেপ্টেম্বর, শনিবার |
বাংলাদেশ-আফগানিস্তান |
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার |
ফাইনাল |
শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা |
Comments