শিমুলিয়ায় সীমিত আকারে ফেরি চলছে, গাড়ির দীর্ঘ লাইন

প্রায় ১৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ (৮ আগস্ট) সকাল ৬টায় চারটি ফেরি দিয়ে সীমিত আকারে দেশের গুরুত্বপূর্ণ এই রুটে ফেরি সার্ভিস সচল করা হয়। সেই সাথে সকাল থেকে চলাচল শুরু করেছে লঞ্চ ও স্পিড বোটও।
৮ আগস্ট ২০১৯, মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে ঈদে ঘরমুখো মানুষের বিড়ম্বনা। ছবি: স্টার

প্রায় ১৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ (৮ আগস্ট) সকাল ৬টায় চারটি ফেরি দিয়ে সীমিত আকারে দেশের গুরুত্বপূর্ণ এই রুটে ফেরি সার্ভিস সচল করা হয়। সেই সাথে সকাল থেকে চলাচল শুরু করেছে লঞ্চ ও স্পিড বোটও।

ফেরি চলাচল বন্ধ থাকার করণে ঘাট এলাকায় আটকা পড়েছে ৪০০-র বেশি গাড়ি। বহু যাত্রী এখন পোহাচ্ছেন অবর্ণনীয় দুর্ভোগ।

এর আগে গতকাল দুপুর সোয়া ১টার দিকে পদ্মায় প্রবল ঢেউরে কারণে বন্ধ হয়ে যায় ফেরি, লঞ্চ ও স্পিড বোট চলাচল। পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে স্রোতের তীব্রতা আরো বেড়েছে। বাতাস বইছে, উত্তাল পদ্মায় বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। এদিকে প্রবল স্রোত এবং পানি বৃদ্ধির কারণে শিমুলিয়া ৩ নং ফেরিঘাট ডুবে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে ১ ও ২ নং ফেরিঘাটের র‌্যাম সরে যায়।

তাছাড়া ১ ও ২ নং ঘাটের র‌্যাম ছুটে ও নোঙর ছিঁড়ে ঘাট সংলগ্ন দুটি হোটেল ও আটটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সকালে ৩ নং ফেরিঘাটটি ঠিক করে সীমিত আকারে সার্ভিস সচল করা হয়েছে। অপর ঘাট দুটি এখনও চলাচলের উপযোগী করা সম্ভব হয়নি। ১ ও ২ নং ফেরিঘাটের সংস্কার কাজ চলছে।

এর আগে ৭ আগস্ট ভোররাত ১২টার পর ফেরি চলাচল বন্ধ হয়। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ঘাট মেরামতের পর সেদিন সকাল ৬টার পর থেকে ফেরি চলাচল শুরু হয়। ছয়টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছিলো। তবে নদী আরও বেশি উত্তাল হওয়ায় দুপর সোয়া ১টা থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর লঞ্চ ও স্পিডবোটসহ অন্যান্য নৌযান সকাল থেকেই বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি'র শিমুলিয়া ঘাট ম্যানেজার (বাণিজ্য) আব্দুল আলিম জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়াতে পদ্মায় একটু ঢেউ কমেছে। তাই আজ (৮ আগস্ট) সকাল থেকে ফেরি চলাচল শুরু করা হয়। তবে বর্তমানে ১৫টি ফেরির মধ্যে রো রো ও কে-টাইপ সহ চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। স্রোতের তীব্রতা আরো ক্ষীণ হলে টানাসহ অন্যায় অন্যান্য ফেরি চলাচল শুরু করবে।

তিনি আরো জানান, ৬ আগস্ট রাত থেকেই পদ্মায় প্রচণ্ড ঢেউ ও তীব্র স্রোতের কারণে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। এতে ৭ আগস্ট সকাল দিকে চারটি ফেরি চলাচল করলেও দুপুর থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago