শিমুলিয়ার গাড়িও পাটুরিয়ায়, বাড়ছে চাপ

Manikganj ferryghat
৮ আগস্ট ২০১৯, মানিকগঞ্জের পাটুরিয়ায় নদী পারাপারের জন্যে অপেক্ষায় রয়েছে শত শত গাড়ি। ছবি: স্টার

পাটুরিয়া ঘাটে বেড়েছে গাড়ির চাপ। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় ঐ পথে চলাচলকারী গাড়িগুলো পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে পার হচ্ছে। এ কারণে পাটুরিয়া ঘাটে গাড়ির সংখ্যা বেড়ে গেছে।

আজ (৮ আগস্ট) দুপুর ৩টার দিকে পাটুরিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় রয়েছে ৩০০-র বেশি ছোট গাড়ি, চার শতাধিক পণ্যবাহী ট্রাক এবং ১০০-র বেশি বড় বাস।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আজমল হোসেন জানান, ঈদের সময় গাড়ির চাপ বেড়ে যায়। কিন্তু, গতকাল শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যfহত হওয়ায় ওই পথের গাড়িগুলো পাটুরিয়ায় আসায় গাড়ির চাপ আরো বেড়ে গেছে।

বর্তমান ১৭টি ফেরি চালু আছে। আরো তিনটি ফেরি যুক্ত হওয়ার কথা রয়েছে। সেগুলো যুক্ত হলে সমস্যা কেটে যাবে বলে মন্তব্য করেন আজমল হোসেন।

Comments

The Daily Star  | English

Explosions heard near Iranian city of Ahvaz: media

Iran vowed to defend itself a day after the US dropped bombs onto the mountain above Iran's Fordow nuclear site

1d ago