বাংলাদেশে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী কোকাকোলার প্রেসিডেন্ট

বাংলাদেশে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কোকাকোলা। বহুজাতিক কোমল পানীয় উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান অপারেটিং অফিসার ব্রেইন জন স্মিথ আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করে আগামী পাঁচ বছরে এই বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
কোকাকোলার প্রেসিডেন্ট ব্রেইন জন স্মিথ আজ সচিবালয়ে অর্থমন্ত্রীর আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশে ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে কোকাকোলা। বহুজাতিক কোমল পানীয় উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান অপারেটিং অফিসার ব্রেইন জন স্মিথ আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাৎ করে আগামী পাঁচ বছরে এই বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

এই প্রস্তাব পাওয়ার পর অর্থমন্ত্রী বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ হবে।

কোকাকোলার প্রেসিডেন্ট ব্রেইন জন স্মিথ আজ সচিবালয়ে অর্থমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে দেখা করেন। সেখানেই বিনিয়োগের প্রস্তাবের কথা বলেন তিনি।

আগামী দিনগুলোতে বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো বিনিয়োগবান্ধব পরিবেশ এবং অধিক মুনাফার সুযোগ রয়েছে বাংলাদেশে। দেশকে এগিয়ে যাওয়ার জন্য বিদেশি বিনিয়োগ প্রয়োজন রয়েছে। তাই কোকাকোলার উচিত বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করা এবং বাংলাদেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’-এর সুযোগ নেওয়া।

ব্রেইন জন স্মিথ বর্তমান কর ব্যবস্থায় বিদ্যমান সম্পূরক কর ও মুল্যসংযোজন কর হ্রাস করা যায় কিনা সেই বিষয় বিবেচনা করার বিষটি আলোচনা করেন। অর্থমন্ত্রী কোকাকোলাকে আরও ‍বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এবং পুঁজিবাজারে নিবন্ধনের জন্য পরামর্শ দেন।

Comments