ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু
প্রায় পৌনে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল শুরু হয়েছে।
আজ (৯ আগস্ট) বেলা সাড়ে চারটার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি আবার যাত্রা করেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম।
এর আগে, ঢাকা থেকে খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’-এর একটি বগি বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন দ্য ডেইলি স্টারকে ঘটনাটি নিশ্চিত করেন।
এই দুর্ঘটনার কারণে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেসসহ উত্তর ও দক্ষিণ-পশ্চিমবঙ্গগামী সব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে ঈদে ঘরমুখো মানুষ বেশ দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন:
Comments